1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন সাংবাদিক আনোয়ার শাহজাহান

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

 

মীর মো: সাজন, হবিগঞ্জ : ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি গঠনে অবদান এবং আন্তর্জাতিক পরিসরে সাহিত্য ও সাংবাদিকতায় উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ সাংবাদিক আনোয়ার শাহজাহান-কে প্রবাসী সম্মাননা ২০২৫ প্রদান করা হচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সিলেট জেলা প্রশাসন আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

গত ১৬ ডিসেম্বর সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা এক আনুষ্ঠানিক বার্তায় আনোয়ার শাহজাহানকে এ সম্মাননার বিষয়টি অবহিত করেন।

আনোয়ার শাহজাহান ১৯৯৫ সাল থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসরত আনোয়ার শাহজাহান দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় নিবেদিত। এ বিষয়ে তিনি বাংলা ও ইংরেজি ভাষায় একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশ করেছেন। তিনি ১৯৯৭ সালে গোলাপগঞ্জের প্রথম লিখিত ইতিহাসগ্রন্থ গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য প্রকাশ করেন। ১৯৯৬ সাল থেকে তিনি মাসিক লন্ডন বিচিত্রা এবং পরবর্তীতে আমাদের প্রতিদিন পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

২০২৩ সালে তিনি লন্ডনে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করেন এবং লন্ডনে বাংলাদেশ বইমেলা আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের (ইসি) সদস্য হিসেবে দায়িত্ব পালনসহ প্রবাসী কমিউনিটির নানা সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

কমিউনিটি সংগঠনে তাঁর নেতৃত্বও উল্লেখযোগ্য। তিনি গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা এবং গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পরবর্তীতে সভাপতির দায়িত্বও পালন করেন।

শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটি হতে বিএ অনাস করে আরডেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) সম্পন্ন করেন এবং বর্তমানে আইন বিষয়ে অধ্যয়নরত। পেশাগতভাবে তিনি এফএইচ ল সলিসিটরস-এর পরিচালক, শাহ ক্যাপিটাল লিমিটেড-এর সিইও এবং একজন সুপরিচিত প্রপার্টি ডেভেলপার হিসেবে পরিচিত।

বাংলাদেশে তিনি আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, ভূমি ও ভবন দাতা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভূতিদাতা সহ সমাজসেবক কাজে জড়িত।

সাংবাদিকতা, সাহিত্যচর্চা, শিক্ষা ও প্রবাসী কমিউনিটি সেবায় দীর্ঘদিনের বহুমুখী অবদানের স্বীকৃতিস্বরূপ আনোয়ার শাহজাহানকে প্রদত্ত প্রবাসী সম্মাননা ২০২৫ প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বোজ্জ্বল অর্জন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট