
নাহিদ মিয়া, কালনেগ্র : চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত মাধবপুর আর্মি ক্যাম্প (১৩ ইবি)–এর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জোয়াল ভাঙ্গা গ্রাম থেকে পরমিরস্বর কর্মকার (৩০) ও দীলিপ তন্তবয় (২৩)–কে আটক করা হয়। এ সময় তাদের দুই সহযোগী পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।
পরবর্তীতে আটক দুজনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হলে এসআই আক্তার হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
দ.ক.সিআর.২৫