
নাজমুল ইসলাম হৃদয় : হবিগঞ্জ জেলা পুলিশের শৃঙ্খলা, কল্যাণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন। প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে।
মাস্টার প্যারেড শেষে পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত সমস্যার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সেসব বিষয় শোনেন এবং সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এরপর পুলিশ সুপারের কার্যালয়ে নভেম্বর ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, সার্কেল অফিসারগণ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), পুলিশ পরিদর্শক (তদন্ত), গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তা এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।
দ.ক.সিআর.২৫