
পারভেজ হাসান :
লাখাই উপজেলার মশাদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা
মোঃ সুলতান মিয়া (৭৮)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তিনি অসুস্থতা জনিত কারণে মৃত্যু বরণ করেন।
শনিবার দুপুরের দিকে মশাদিয়া মাঠে তাকে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড প্রদান করে। এসময় লাখাই উপজেলা নির্বাহি অফিসার সৈয়দ মুরাদ ইসলাম , লখাই থানা ওসি মোঃ জাহিদুল হক বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় অংশগ্রহন করেন এবং জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন।
বীরমুক্তিযোদ্ধা মোঃ সুলতান মিয়া মশাদিয়া গ্রামের মৃতঃ আব্দুল হেলিমের পুত্র, মৃত্যুাালে তিনি স্ত্রী, ২পুত্র, এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
দ.ক.সিআর.২৫