
হবিগঞ্জ প্রতিনিধি: জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, হবিগঞ্জের আয়োজনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর শুভ উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শচীন্দ্র কলেজ ও সৈয়দ উদ্দিন ডিগ্রি কলেজ। খেলাটি ছিল উত্তেজনাপূর্ণ ও দর্শকপ্রাণবন্ত। নির্ধারিত সময়ে শচীন্দ্র কলেজ ২–১ গোলের ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ও শচীন্দ্র কলেজের প্রভাষক সুকান্ত গোপ, খোয়াই থিয়েটারের নাট্যকর্মী, হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অভিনয়শিল্পী, শব্দকথা লেখক–পাঠক ফোরামের কেন্দ্রীয় সদস্য ও গণমাধ্যমকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ, খোয়াই থিয়েটারের নাট্যকর্মী হাসান মাহমুদ এবং অভিক রোহান।
খেলা শেষে চৌধুরী তাওহীদ বিন আজাদ বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন টুর্নামেন্ট শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বগুণ, দলগত সমন্বয় ও সৃজনশীলতা বাড়াতে বিশেষভাবে সহায়ক। নিয়মিত খেলাধুলা তরুণদের নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখে এবং গড়ে তোলে একটি স্বাস্থ্যসম্মত ও সচেতন প্রজন্ম।”
দিনব্যাপী প্রতিযোগিতা জুড়ে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উচ্ছ্বাস আর খেলোয়াড়দের উদ্যমী অংশগ্রহণ। আয়োজকরা আশা করছেন—আগামী দিনগুলোতে টুর্নামেন্ট আরও রোমাঞ্চকর ম্যাচ উপহার দেবে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়াবে।
দ.ক.সিআর.২৫