
কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন চুনারুঘাট থানা, ও মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ি বার্ষিক পরিদর্শন করেছেন।
বুধবার বিকালে তিনি পরিদর্শন করে সকল অফিসার ফোর্সের খোঁজ-খবর নেন এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। অতঃপর তিনি রোলকলের মাধ্যমে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে অফিসার ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন এএসপি হবিগঞ্জ সদর সার্কেল শহিদুল হক, এএসপি মাধবপুর সার্কেল একেএম সামিউল হক, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, কাশিমপুর পুলিশ ফাড়ির ইনচার্জ গোলাম মোস্তফা প্রমুখ।
দ.ক.সিআর.২৫