
মো: আসাদুজ্জামান খাঁন : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন চুনারুঘাট এর যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (৯ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদযাপন করা হয়।
অদ্য সকাল ৯ঘটিকার সময় চুনারুঘাট উপজেলার নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: জিয়াউর রহমান, চুনারুঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: শাহজাহান মিয়া ও অত্র থানার ওসি মো: শফিকুল ইসলাম যৌথ অংশগ্রহনে পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষণা করা হয়।
এ উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিবাবক, শিক্ষকবৃন্দ ও সরকারী বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশ গ্রহন করেন।
ভায় স্বাগত বক্তব্য রাখেন, চুনারুঘাটের দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান। বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের ছাত্রনেতা, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রেসক্লাব সভাপতি, শিক্ষা কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা ও ওসিসহ আরও অনেকেই।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিয়াউর রহমান, তিনি বলেন দুর্নীতি মুক্ত সমাজ গঠনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
উক্ত সভায় সমাপনী বক্তব্য প্রদান করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি চুনারুঘাটের সভাপতি ও অত্র অনুষ্ঠানের সভাপতি মো: শাহজাহান মিয়া।
দ.ক.সিআর.২৫