
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার ইয়াসমিন খাতুন মতবিনিময় করেছেন।
আজ সোমবার (০৮ ডিসেম্বর.) হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তিনি হবিগঞ্জ জেলায় গত ৩০ নভেম্বর পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
মতবিনিময় কালে সাংবাদিকগণ তাদের মতামত এবং প্রত্যাশা পুলিশ সুপারের নিকট ব্যক্ত করেন। পুলিশ সুপার মহোদয় সকলের মতামত নোট করেন এবং তিনি নতুন কর্মস্থলে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উক্ত সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দ.ক.সিআর.২৫