
চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বসতবাড়ির গোয়ালঘর ভেঙে কৃষকের দুটি গরু চুরির ঘটনায় শানু মিয়া (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া গরু দুটি। এ ঘটনায় রবিবার (৭ ডিসেম্বর) সকালে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
শানু একই ইউনিয়নের হাকাজোড়া গ্রামের আব্দুল হকের পুত্র। ভুক্তভোগী ইনুছ আলী (৬০) জানান, গত ৪ ডিসেম্বর রাতের কোনো এক সময়ে উপজেলার সাটিয়াজুরি ইউনিয়নের সোনাজোড়া গ্রামে তার গোয়ালঘরের তালা ভেঙে একটি ষাড় ও একটি গাভী চুরি করা হয়। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা। পরদিন সকালে গোয়ালঘরে গিয়ে তালা ভাঙা এবং গরু না পাওয়া দেখে তিনি স্থানীয়দের বিষয়টি জানান।
পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ৬ ডিসেম্বর সন্ধ্যায় জানতে পারেন, চুরি যাওয়া গরু দুটি পলাতক আসামী মহসিন মিয়ার একটি খামারে রাখা আছে। স্থানীয়দের সহায়তায় সেখানে গিয়ে গরু দুটি শনাক্ত করেন। এ সময় মহসিন মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি স্বীকার করেন, শানু মিয়া, আরজু মিয়া ও আরও অজ্ঞাতনামা কয়েকজন গরুগুলো তার খামারে রেখে গেছে।
স্থানীয় জনতা রানীগাঁও বাজার থেকে শানু মিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়। ৬ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে চুনারুঘাট থানার এসআই সজল চন্দ্র পাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে শানু মিয়াকে গ্রেপ্তার করেন এবং উদ্ধার করা গরু দুটি জব্দ করেন।
চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত গরুগুলো ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়েছে।
দ.ক.সিআর.২৫