
চুনারুঘাট প্রতিনিধি।। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামে টমটমের ব্যাটারী চুরি করতে গিয়ে গনধোলাইয়ের স্বীকার হয়েছেন ছনখলা গ্রামের মৃত জয়নাল মিয়ার পুত্র কুখ্যাত গরুচোর, হত্যা-ধর্ষন মামলাসহ অসংখ্য অপকর্মের হোতা শাহীন মিয়া (৪০)।
জানা যায়, গত মঙ্গলবার (২ডিসেম্বর) গভীর রাতে ছনখলা গ্রামের এনাম মিয়ার টমটমের ব্যাটারী চুরি করতে গেলে চোরের উপস্হিতি টের পেয়ে এনাম মিয়ার শুর চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে চোর শাহীন মিয়াকে গণধোলাই দেয়।
শাহীন মিয়া এক বছর পূর্বে রেমা চা বাগানের মুদি দোকানে চুরি করতে গিয়ে বাধাগ্রস্হ হলে দোকানের মালিক রোস্তম মিয়ার ছেলে জালাল মিয়াকে জবাই করে হত্যা করে। মামলা নম্বর ০৪, তারিখ ১৪ : ১০ : ২০২৪. এছাড়া ছনখলা গ্রামের এক নীরিহ পরিবারের মেয়েকে সে জোরপূর্বক ধর্ষন করে। চুনারুঘাট থানার মামলা নম্বর ১৭, তারিখ ১৩ : ১২ : ২০২৪, জি,আর, ২৮১/২০২৪.
নাম প্রকাশে অনিচ্ছুক এক মুরব্বী জানান, শাহীন মিয়া একজন সন্ত্রাসী ও খুনি। তার অত্যাচারে ছনখলাসহ আশ পাশের কয়েকটি গ্রামের মানুষ অতিষ্ঠ।
কুখ্যাত গরুচোর শাহীন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, মামলা সহ বহু মামলা রয়েছে। সে দেশ ও সমাজের জন্য নিরাপদ নয়। প্রশাসনের উচিত এরকম ভয়ংকর ব্যক্তিকে নজরদারিতে রাখা।
দ.ক.সিআর.২৫