
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই থানার ওসিদের পদায়ন হলো। পদায়নকৃতদের নামের তালিকায় প্রস্তাবিত থানার নাম উল্লেখ রয়েছে।
লটারিতে হবিগঞ্জ জেলার ৯টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যারা পদায়ন পেয়েছেন তারা হলেন-
নবীগঞ্জ থানায় মোঃ মোনায়েম মিয়া (নিজ জেলা: ব্রাহ্মণবাড়িয়া), শায়েস্তাগঞ্জ থানায় মোঃ আবুল কালাম (নিজ জেলা: ময়মনসিংহ), হবিগঞ্জ সদর মডেল থানায় মোঃ দেলোয়ার হোসেন (নিজ জেলা: ব্রাহ্মণবাড়িয়া), মাধবপুর থানায় মোঃ মাহাবুব মোরশেদ খান (নিজ জেলা: মানিকগঞ্জ), বাহুবল থানায় মোহাম্মদ সাইফুল ইসলাম (নিজ জেলা: কুমিল্লা), চুনারুঘাট থানায় শফিকুল ইসলাম (নিজ জেলা: জামালপুর), বানিয়াচং থানায় শরীফ আহমেদ (নিজ জেলা: কিশোরগঞ্জ ), আজমিরীগঞ্জ থানায় মোঃ আকবর হোসেন (নিজ জেলা: সিলেট) ও লাখাই থানায় মোঃ জাহিদুল হক (নিজ জেলা: ব্রাহ্মণবাড়িয়া)।
দ.ক.সিআর.২৫