
হবিগঞ্জের মাধবপরুত্বপূর্ণ নোয়াপাড়া রেলস্টেশনে স্থাপিত রেলওয়ে পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফাঁড়িটির কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম বলেন, “রেলপথ দেশের মানুষের অন্যতম নিরাপদ যোগাযোগ ব্যবস্থা। নোয়াপাড়া স্টেশনে স্থায়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপিত হওয়ায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে এবং ট্রেন চলাচলের সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।” তিনি আরও বলেন, ফাঁড়ির মাধ্যমে স্টেশন এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ খাইরুল ইসলাম তালুকদার। তিনি বলেন, “নোয়াপাড়া রেলস্টেশনকে নিরাপদ রাখতে পুলিশ সদস্যরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন। যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. সোহেল, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এই ফাঁড়ি কার্যক্রম চালু হওয়ায় রেলস্টেশনে জরুরি সেবা দ্রুত প্রদান, যাত্রীদের হয়রানি কমানো, মালামাল পরিবহনে নিরাপত্তা নিশ্চিত এবং রেললাইন সংলগ্ন এলাকায় অপরাধ প্রতিরোধ আরও সহজ হবে।
স্থানীয়দের আশা, নতুন এই পুলিশ ফাঁড়ির মাধ্যমে নোয়াপাড়ায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং রেলযাত্রা আরও নিরাপদ ও ঝামেলামুক্ত হবে।
দ.ক.সিআর.২৫