1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের যোগদান চুনারুঘাট প্রেসক্লাবে মিথ্যাচারের অভিযোগে সাংবাদিক সম্মেলন মাধবপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রের মৃত্যু লাখাইয়ে ২০-২৫ জন প্রতিবন্ধী ভাতা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে হবিগঞ্জে বিজিবির হাতে ভারতীয় ইস্কফ সিরাপসহ এক জন আটক লাখাইয়ে নির্মাণের ২ মাসেই বেহাল, পাকা রাস্তা এখন জনদুর্ভোগের প্রতীক  স্কুলে অনিয়ম-অব্যবস্থাপনা! প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি অনলাইন জুয়ায় আসক্তি: ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  লাখাইয়ে কাইঞ্জা বিলে ইজারাদারের নৌকায় আগুন ও হামলা আহত ৬ মিরাশিতে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ সমাবেশ

ছাড়পত্র ছাড়াই লাখাইয়ে চলছে দুই ইটভাটা: পরিবেশ বিপর্যয় ও ফসলহানির অভিযোগ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

 

পারভেজ হাসান লাখাই : পরিবেশগত ছাড়পত্র ছাড়াই হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি উত্তর মদনপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলছে দুটি ইটের ভাটা। মেসার্স তিতাস ব্রিকস ফিল্ড এবং সিএমসি ইটের বাটা—এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় পরিবেশের ক্ষতিসাধন ও ফসল ফলাদির উৎপাদন হ্রাসের গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুড়াকরি উত্তর মদনপুর এলাকায় অবস্থিত মেসার্স তিতাস ব্রিকস ফিল্ড এবং সিএমসি ইটের বাটা-র পরিবেশগত ছাড়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র নেই। এই অবৈধভাবে পরিচালিত ইটভাটা দুটির বিষাক্ত কালো ধোঁয়া ও দূষণ স্থানীয় গ্রাম অঞ্চলের পরিবেশের মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে।

ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্য স্থানীয় বায়ু দূষণ করছে। অভিযোগ রয়েছে, দূষণের কারণে আশেপাশের কৃষি জমিতে ফসল ফলাদির উৎপাদন দিন দিন কমছে।

অবৈধভাবে ভাটা পরিচালনার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে ভাটা মালিকরা নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন।

মেসার্স তিতাস ব্রিকস ফিল্ডের প্রোপাইটার হাজী মোমেন ভূইয়া বলেন, “আমরা ছাড়পত্রের জন্য আবেদন করেছি, কিন্তু ছাড়পত্র এখনও পর্যন্ত পাইনি।”

সিএমসি ইটের বাটার প্রোপাইটরও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, ছাড়পত্রের জন্য আবেদন করা হলেও প্রক্রিয়াটি এখনও সম্পন্ন হয়নি।

ভাটা মালিকরা ছাড়পত্রের জন্য আবেদন করার কথা জানালেও, বৈধ কাগজপত্র ছাড়া দীর্ঘদিন ধরে এই দুটি ইটভাটা কীভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি এবং এটি পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘন। অবৈধ ইটভাটার কারণে সৃষ্ট দূষণ জনস্বাস্থ্য এবং জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ।

কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে, লাখাইয়ের এই অঞ্চলের পরিবেশ বিপর্যয় আরও প্রকট হতে পারে এবং স্থানীয় কৃষকদের ফসলহানির ফলে জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। স্থানীয়দের দাবি, প্রশাসন যেন অনতিবিলম্বে এই অবৈধ ইটভাটা দুটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং পরিবেশ সুরক্ষায় পদক্ষেপ নেয়।
এব্যাপারে লাখাই প্রেস ক্লাবের সভাপতি আলী নেওয়াজ বলেন, এই ইটের ভাটার কালো দোয়ায় পরিবেশের ভারসাম্য হারাচ্ছে এবং আশেপাশের ফসলী জমি নষ্ট হচ্ছে ফসল উৎপাদন কম হচ্ছে।

এ ব্যাপারে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ ইউসুফ আলী বলেন, আমি এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। যে সকল ইটের ভাটা,ছাড়পত্র ছাড়া রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট