
মাধবপুর প্রতিনিধি : আগামী ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার থেকে মাধবপুর উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫’। প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত এবং ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’ (এলডিডিপি)-এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এ আয়োজন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম। অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মিঠুন সরকার।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীকে ঘিরে উপজেলার সংশ্লিষ্ট মহলে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আয়োজকরা জানান, প্রদর্শনীতে গবাদি পশু, হাঁস-মুরগি, খামার ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি এবং প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য সচিব এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মিঠুন সরকার।
দ.ক.সিআর.২৫