1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
ট্রাক ভর্তি পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি  মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি- সিরাজুল মনির হবিগঞ্জে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে গতরাতে সেনা অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক আয়েশা আহমেদের উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আন্দোলনের কথা স্মরণ করলেন আনিসুল  তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির প্রস্তুতি সভা  মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার পদক্ষেপ গণপাঠাগারের “আলোর পদক্ষেপ” বইয়ের মোড়ক উন্মোচন

সমাজসেবা অধিদপ্তর অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে বদ্ধপরিকর – মহাপরিচালক

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

 

মফিজুর রহমান নাহিদ : সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান বলেছেন, সমাজসেবা অধিদপ্তর অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে বদ্ধপরিকর। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অবহেলিত মানুষ সেবা পেয়ে থাকে। সামাজিক নিরাপত্তার কাজগুলোই এ দপ্তর করে থাকে। সাধারণ মানুষের সমাজসেবার কাজের প্রতি প্রত্যাশা বেশি। তাই সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করতে হবে।

শনিবার (২২ নভেম্বর) সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত ‘ক্ষুদ্রঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম: বাস্তবায়নে সমস্যা ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে মূখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।

জনবল বৃদ্ধি প্রসঙ্গে মহাপরিচালক বলেন, সমাজসেবা অধিদপ্তরের বিদ্যমান জনবল কাঠামো সংশোধনের মাধ্যমে জনবল বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে সরকার কাজ করছে। পাশাপাশি পদ সৃজন, শূন্য পদ পূরণ, নিয়মতান্ত্রিক পদোন্নতি, পরীক্ষাগুলো বিভাগীয় শহরে নেওয়ার বিষয়ে সরকারের কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, অতীতে সমাজসেবার সমস্যা দূরীকরণে কেউ দৃশ্যমান পদক্ষেপ না নিলেও বর্তমান সরকার এ দপ্তরের উন্নয়নে যথেষ্ট আন্তরিক।

সমাজসেবার কার্যক্রমকে আরও জনবান্ধব ও সহজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে এ দপ্তরের কার্যক্রমকে শতভাগ প্রযুক্তির আওতায় নিয়ে আসা হবে। পাশাপাশি ক্ষুদ্রঋণ কার্যক্রমের সার্ভিস চার্জ কমানো, সমাজ সেবা কর্মকর্তাদের ঋণের মাধ্যমে মোটর সাইকেল সরবরাহ, সেবাপ্রার্থী ও আবেদনের তথ্যসমূহ এমআইএস এর আওতায় আনা ও আবেদনের চুক্তির শর্ত সহজ করা হবে বলেও তিনি উল্লেখ করেন ।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সমাজসেবা অধিদপ্তর রাষ্ট্রের প্রয়োজনে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে। পিছিয়ে পরা জনগোষ্ঠীকে মূলধারায় আনতে এ দপ্তরের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, শুধু সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখলে হবে না, এ স্বপ্ন পূরণে প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে কাজ করতে হবে। তিনি সকলের সহযোগিতায় দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ।

সেমিনারে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালক মোঃ মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক ফরিদ আহমেদ মোল্লা, কার্যক্রম অধিশাখার উপপরিচালক মোঃ আবদুল হামিদ, সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ শহিদুল ইসলামসহ সমাজসেবার বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট