
কালনেত্র প্রতিবেদন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার বলেন, রাজনীতি কোনো ব্যক্তিগত আক্রোশ বা প্রতিহিংসার মাঠ নয়—এটা মানুষের অধিকার, মর্যাদা ও উন্নয়নের পথচলার নাম। যে রাজনীতি জনগণের মুখে হাসি ফোটায়, সেটাই প্রকৃত গণতন্ত্রের রূপ। আজ দেশকে বদলাতে হলে দরকার স্বচ্ছ নেতৃত্ব, জবাবদিহিতা ও নৈতিক সাহস। কারণ ক্ষমতা কখনো স্থায়ী নয়, স্থায়ী হয় শুধু মানুষের আস্থা।
তিনি আরও বলেন, জনগণ যখন রাজনীতির মালিক হয়, তখন রাষ্ট্র এগিয়ে যায়; আর যখন রাজনীতি ব্যক্তির হাতে বন্দী হয়, তখন দেশ পিছিয়ে পড়ে। তাই নতুন প্রজন্মকে সত্য, সততা ও সেবার শক্তি নিয়ে এগিয়ে আসতেই হবে- কারণ ভবিষ্যৎ বদলানোর দায়িত্ব আজ তাদের হাতেই।
সর্বশেষ তিনি মানবিক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
দ.ক.সিআর.২৫