
মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে ছাত্রদলের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ইউনিয়ন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফজলুর রহমান রিয়াদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুহেল মিয়ার পরিচালনায় সংগঠনের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ৭ নভেম্বর কেবল একটি দিন নয়, এটি জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনাকে পুনর্জাগরণের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক শক্তি দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছিল। আমাদের লক্ষ্য তার আদর্শকে তরুণ প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়া।
আরও বলেন, আমাদের এ কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ স্মরণ করা হচ্ছে। পাশাপাশি শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে শহীদ জিয়ার আদর্শ ছড়িয়ে দিতে সকলকে মাঠ পর্যায়ে কাজ করার আহবান জানানো হয়।
দ.ক.সিআর.২৫