1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বিজিবির অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা জব্দ মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি- সিরাজুল মনির হবিগঞ্জে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে গতরাতে সেনা অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক আয়েশা আহমেদের উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আন্দোলনের কথা স্মরণ করলেন আনিসুল  তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির প্রস্তুতি সভা  মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার পদক্ষেপ গণপাঠাগারের “আলোর পদক্ষেপ” বইয়ের মোড়ক উন্মোচন

নিউইর্য়কের রাজনৈতিক অন্ধকারে এক আলো মামদানি

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

 

কালনেত্র ডেস্ক: নিউইয়র্ক শহরের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন জোহরান কোয়ামে মামদানি। তিনি শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন।

উগান্ডার কাম্পালায় জন্ম নেয়া মামদানি সাত বছর বয়সে তার পরিবারের সাথে নিউইয়র্কে চলে আসেন। তিনি ব্রঙ্কস হাই স্কুল অব সায়েন্সে লেখাপড়া করেন এবং পরে বোডোইন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে ডিগ্রি অর্জন করেন। তিনি প্যালেস্টাইনে স্টুডেন্টস ফর জাস্টিসের ক্যাম্পাস অধ্যায়ের সহ-প্রতিষ্ঠাতা।

জুন মাসে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মেয়র পদে এক অপ্রত্যাশিত জয়ের পর আলোচনায় আসেন ৩৪ বছরের মামদানি। নিজেকে একজন সমাজতান্ত্রিক পরিচয় দেয়া মামদানি প্রাইমারিতে জয়লাভের আগে সবার কাছে অজানাই ছিলেন। এরপর একটি গতিশীল, সোশ্যাল-মিডিয়া-কেন্দ্রিক প্রচারণার মাধ্যমে সমর্থকরা তাকে প্রগতিশীল রাজনীতির একটি নতুন তরঙ্গের প্রতিনিধিত্বকারী হিসাবে জানতে পারেন। তার প্রশংসা করেন। যেখানে ট্রাম্পের মতো অন্যরা তাকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে তার নিন্দা করেন।

এই জয়ের মাধ্যমে মামদানি হলেন শহরের প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় মেয়র। যিনি এই বৈচিত্র্যময় শহর জুড়ে সমর্থন গড়ে তোলার ক্ষেত্রে, তার পরিচয়কে একটি উপায় হিসেবে উল্লেখ করেছেন। তিনি তার প্রচারণার ভিডিওগুলোতে উর্দু এবং স্প্যানিশ ভাষায় কথা বলেছেন।

নির্বাচনের আগে মামদানি ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন, বিনামূল্যে পাবলিক বাস, ভাড়া ফ্রিজ এবং সর্বজনীন শিশু যত্নের প্রতিশ্রুতি দিয়েছেন।

সাম্প্রতিক এক অনুষ্ঠানে মামদানি বলেন, ‘এটি এমন একটি শহর যেখানে প্রতি চারজনের মধ্যে একজন দারিদ্র্যের মধ্যে বাস করে, এমন একটি শহর যেখানে ৫,০০,০০০ শিশু প্রতি রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়। শেষ পর্যন্ত, এটি এমন একটি শহর যার কারণে এটি এত বিশেষ তা হারানোর ঝুঁকিতে রয়েছে।

নিউইয়র্ক রাজ্যের ডেমোক্র্যাট সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে মেয়র হয়েছেন মামদানি। এই ত্রিমুখী লড়াইয়ের জন্য এই মেয়র নির্বাচন এতটা গুরুত্ব পেয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি নানা দিক থেকে উল্লেখযোগ্য। ১৮৯২ সালের পর তিনি শহরের সর্বকনিষ্ঠ মেয়র হলেন।

তিনি গত বছর কোনো নাম স্বীকৃতি, সামান্য অর্থ এবং কোনো প্রাতিষ্ঠানিক দলীয় সমর্থন ছাড়াই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

কেবল এই কারণেই সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান মনোনীত প্রার্থী কার্টিস স্লিওয়ার বিরুদ্ধে তার জয় উল্লেখযোগ্য।

তবে তার চেয়েও বেশি, তিনি সেই ধরনের রাজনীতিবিদকে প্রতিনিধিত্ব করেন যা ডেমোক্র্যাটিক পার্টির বামপন্থিদের অনেকেই বছরের পর বছর ধরে খুঁজছেন।

তিনি তরুণ এবং ক্যারিশম্যাটিক, তার প্রজন্ম সোশ্যাল মিডিয়ার সাথে স্বাভাবিকভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করে।

তার জাতিগত পরিচয় দলের ভিত্তির বৈচিত্র্যকে প্রতিফলিত করে। তিনি রাজনৈতিক লড়াই থেকে পিছপা হননি এবং গর্বের সাথে বামপন্থি দৃষ্টিকোণ থেকে সবকিছুকে দেখার চেষ্টা করেছেন। – যেমন বিনামূল্যে শিশু যত্ন, সম্প্রসারিত গণপরিবহন এবং মুক্ত বাজার ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ।

এক প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সমর্থকদের মামদানি বলেন, ‘এই হাতগুলোই আমাদের এই শহরে ইতিহাস তৈরির এই পর্যায়ে নিয়ে এসেছে। ইতিহাস তৈরি করে দেখানোর জন্য যখন আপনি মনোযোগ দেন এবং শ্রমজীবী ​​মানুষের জন্য লড়াই করেন, তখন আপনি প্রকৃতপক্ষে সেই জায়গার রাজনীতি পুনর্নির্মাণ করতে পারেন।’

সূত্র: বিবিসি

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট