
চুনারুঘাট প্রতিনিধি।। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপি’র এমপি প্রার্থী হিসেবে সৈয়দ মোহাম্মদ ফয়সালের নাম ঘোষনা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে গুলশানের বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষনা করেন।
তিনি বলেন, স্থানীয় নেতাকর্মীদের মতামত ও দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে এই প্রার্থী নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চুনারুঘাট-মাধবপুর উপজেলায় বিএনপিকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সৈয়দ মোহাম্মদ ফয়সল। তার অভিজ্ঞতা ও স্থানীয় জনপ্রিয়তাকে ভিত্তি করে তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
সৈয়দ মোহাম্মদ ফয়সালের নাম ঘোষনার পরে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বিএনপি নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে।
মাধবপুর উপজেলা বিএনপি সভাপতি শামসুল হক কামাল বলেন, চুনারুঘাট-মাধবপুরের ঐক্যের প্রতীক সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এ আসনটি আমরা বিএনপি প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তারেক রহমানকে উপহার দেব। মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি বলেন, “সৈয়দ মোহাম্মদ ফয়সল” বিএনপি’র মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আনবেন।বিএনপি নেতা ও চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন শামছু বলেন, এ আসনে সৈয়দ মোহাম্মদ ফয়সলকে প্রার্থী করায় ধানের শীষের বিজয় সুনিশ্চিত।
দ.ক.সিআর.২৫