
জুবায়ের আহমেদ : লাখাই প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় হবিগঞ্জের লাখাই উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। শনিবার, ১লা নভেম্বর ২০২৫ ইং তারিখে উপজেলা সভা কক্ষে এই দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১ ঘটিকায় জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন দেবদুলাল।সভাপতিত্ব করেন রুপালি রানী পাল, উপজেলা সমবায় অফিসার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুপম দাস অনুপ, উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সঞ্চালনা করেন মাহফুজুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলী নেওয়াজ সভাপতি প্রেস ক্লাব লাখাই ,জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বাহার উদ্দিন লাখাই প্রেসক্লাবের সেক্রেটারি, এম এ ওয়াহেদ, সিনিয়র সাংবাদিক, সাংবাদিক পারভেজ হাসান।
সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন শেখ ফরিদ আহমেদ, নোমান মিয়া সহ অনেকে।
আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ সমবায়ের গুরুত্ব ও দেশের অর্থনীতিতে এর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। অন্যান্য বক্তারা সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
এবারের ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানে সমবায়ে বিশেষ অবদানের জন্য দুইজন সমবায়ীকে উপজেলা শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা প্রদান করা হয়। সমবায় সংগঠনের সদস্যবৃন্দ এসময় উপস্থিত থেকে সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানান।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যবৃন্দ, যারা সমবায় দিবসের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার করেন।
দ.ক.সিআর.২৫