
হাফিজুর রহমান, রাজারহাট প্রতিনিধিঃ নারী নির্যাতন, পারিবারিক মামলা, চুরি ও অর্থ আত্মসাৎ মামলায় ওয়ারেন্টভুক্ত ১১জন গ্রেফতার।
এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত দায়রা মামলা নম্বর -৬১০/২৪,-৯৫/২৪, পারিঃডিঃ-৩০/২৪ এর আসামী ১।মোঃ হামিদুজ্জামান, পিতা – মোঃ সুরুজ্জামান, সাং- ফতেখা (জামান বাড়ি), ডাকঘর- দেউতির হাট, থানা রাজারহাট, জেলা কুড়িগ্রাম সি আর- ২৮৪/২৫ এর আসামী ২। মেহেদি হাসান, ৩। মুক্তা বেগম, সি আর -৪৩৩/২৫ এর আসামি ৪। আনোয়ার হোসেন, ৫। নূরনবী মিয়া, নারী শিশু -২৮৩/২৫ এর আসামি ৬। জুয়েল মিয়া, ৭। শাকিব ইসলাম, সিআর-১৭৫/২৫ এর আসামী ৮। ইমরান হাসমিত, জিআর-৩১০/২৫ এর আসামী ৯। মনসুর আলী, ১০। মোঃ মনির, সি আর- ৭৮/২৫ এর আসামি ১১। সাইদুজ্জামান কে সহ পুলিশ এস্কটের এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
দ.ক.সিআর.২৫