নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধ ও অনিয়মে জড়িত ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর যৌথভাবে অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান চলাকালে লাইসেন্স নবায়ন না থাকা, অনুমোদনবিহীন কার্যক্রম, প্রশিক্ষণবিহীন কর্মচারী দ্বারা সেবা প্রদানসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭০,০০০ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে রোগী হয়রানির অভিযোগে জড়িত এক দালালকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় মাধবপুর থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম বলেন, “জনস্বাস্থ্য সেবা সঠিকভাবে নিশ্চিত করতে অননুমোদিত ও অনিয়মে জড়িত ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয় প্রশাসনের এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
দ.ক.সিআর.২৫