1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :

ভারতে নিহত ৩ বাংলাদেশির লাশ হস্তান্তর

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: ভারতের সীমান্ত এলাকায় নিহত তিন বাংলাদেশি নাগরিকের লাশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে এ লাশ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

লাশ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন নিহতদের পরিবারের সদস্যরা, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছালিমুর রহমান, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম এবং বাল্লা বিজিবি কোম্পানি কমান্ডার খাইরুল আলম।

অন্যদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন খোয়াই থানার অফিসার ইনচার্জ কৃষ্ণন ধন সরকার, বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার কুরদিসসহ ভারতের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও সীমান্ত কর্মকর্তারা।

উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বিজিবি-বিএসএফ যৌথ উদ্যোগে নিহতদের লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তিন বাংলাদেশি কয়েক দিন আগে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। পরে সেখানকার অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান তারা। সীমান্তের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে তাদের লাশ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

চুনারুঘাট উপজেলা প্রশাসন জানায়, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো নিহতদের নিজ নিজ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট