চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সজল দাশ সপরিবারে ভারতে পালানোর পরিকল্পনা করছেন—এমন তথ্য নিশ্চিত করেছে একাধিক সূত্র। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার অন্যতম অভিযুক্ত এই নেতা আওয়ামী লীগ সরকারের আমলেই নানা অপকর্মে জড়িত ছিলেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।
আমাদের অনুসন্ধানী টিমের প্রাপ্ত তথ্যে জানা যায়, ক্ষমতার কাছাকাছি থাকায় সজল দাশ দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলেন। দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাব খাটিয়ে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির একাধিক প্রমাণ এরই মধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে।
নতুন অনুসন্ধানে দেখা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন এবং সীমান্ত এলাকা হয়ে সপরিবারে ভারতে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছেন। ভারতীয় ব্যবসায়ী সুকেশ পালের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানা গেছে।
সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব ব্যক্তি বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন, তাদের কেউ যেন সীমান্ত অতিক্রম করতে না পারে—সে বিষয়ে কড়া নজরদারি চলছে।
অন্যদিকে, সিলেটের এক পাথর ব্যবসায়ীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে নিরাপদে দেশত্যাগের লক্ষ্যে সিলেট অঞ্চলের সীমান্তপথ বেছে নিয়েছেন সজল দাশ।
এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, সজল দাশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।