চুনারুঘাট( হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার চাঁন্দপুর চা বাগানের ( রামগঙ্গা) বিয়ে বাড়িতে পুকুরে গোসল করতে গিয়ে ৩ মুসলিম চা শ্রমিক কন্যার মৃত্যু। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪অক্টোবর ) দুপুরে উপজেলার চান্দপুর চা বাগানের রামগঙ্গা এলাকায়।
জানাযায়, ওই দিন সকালে একই বাগানের আলমের মেয়ের বিয়েতে যায়, সাজিদ আলীর ময়ে সামিয়া আক্তার (১৫), সেলিম মিয়ার মেয়ে মুছকান (১৩) ও সাজিদ মিয়ার মেয়ে ছানিয়া (১২) পাশের বাড়ীর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। বাড়ির লোক জন মেয়ে গুলোকে পুকুরের পানিতে ভাসমান দেখতে পেয়ে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।
মঙ্গলবার রাতে তিন চা কন্যার নামাজের জানাজা শেষে দাফন করা হবে বলে জানান তাদের পরিবারের লোকজন।
দ.ক.সিআর.২৫