➖
প্রেস বিজ্ঞপ্তি
২০২৫-২৬ অর্থবছরে সরকার কর্তৃক প্রদত্ত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা,আগ্রহী সকল নাগরিকের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের সময়সীমা:১৩ অক্টোবর ২০২৫ থেকে ৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
অনলাইন আবেদন লিংক:dss.bhata.gov.bd/online-application
আবেদনের যোগ্যতা:
★বয়স্ক ভাতা:
৩০ জুন ২০২৫ তারিখের পূর্বে পুরুষের বয়স ৬৫ বছর ও মহিলার বয়স ৬২ বছর হতে হবে।
★প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি:
আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে।
★ অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা:
৩০ জুন ২০২৫ তারিখের পূর্বে পুরুষ ও মহিলার বয়স কমপক্ষে ৫০ বছর হতে হবে।
ভাতা গ্রহণের মাধ্যম:
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে (নগদ / রকেট / বিকাশ):
আবেদনকারীর নিজ জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত একাউন্ট থাকতে হবে।
ব্যাংক একাউন্টের মাধ্যমে:
আবেদনকারীর নিজ নামের ব্যাংক একাউন্ট থাকতে হবে এবং সেটি আবেদনে উল্লেখ করতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
যারা ইতিমধ্যে ভাতা পাচ্ছেন বা পূর্বে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
ভাতা পেতে কোনো টাকা-পয়সা লাগে না।
ভাতা পাওয়ার জন্য কাউকে কোনো অর্থ প্রদান করবেন না।
প্রচারেঃ
ইউনিয়ন পরিষদ বিভাগ, চুনারুঘাট, হবিগঞ্জ।