নাফিজ মাহমুদ হাওলাদার: বরগুনা জেলা আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী সাধারণ মানুষের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’-এর শুভ উদ্বোধন করেছেন হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জে.বি.এম. হাসান।
বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে ‘নায়কুঞ্জ’ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। এটি আদালতে আগত বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের বিশ্রাম ও অপেক্ষার স্থান হিসেবে ব্যবহৃত হবে।
এ সময় বিচারপতি জে.বি.এম. হাসান বলেন,“বিচারপ্রার্থী মানুষ দীর্ঘ সময় আদালতে অপেক্ষা করেন। তাঁদের জন্য এমন একটি মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
উদ্বোধন শেষে তিনি নায়কুঞ্জ পরিদর্শন করেন এবং এর মাধ্যমে সাধারণ মানুষ যেন আরও স্বাচ্ছন্দ্যে আদালত প্রাঙ্গণে অবস্থান করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
দ.ক.সিআর.২৫