মুহিবুর তালুকদার শিবলু: প্রাণিসম্পদ বিভাগের টিকা প্রদান ও ফ্রি ভেটেরিনারি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলি গ্রামের মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আনোয়ারুল ইসালাম।
ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ শিশির কানু। উপসহকারি প্রানিসম্পদ অফিসার মোঃ আলী আকবর, প্রানিসম্পদ মাঠ সহকারী সারোয়ার সিয়াম ভুঁইয়া এবং এ আই টেকনিশিয়ান জাহেদুল ইসলাম তনি প্রমুখ।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসালাম জানান, ভাইরাসজনিত পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পে উপজেলার ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলে বিনামূল্যে গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়া গরু ও মহিষের এনথ্রাক্স, বাদলা ও গলাফুলা রোগ নিয়ন্ত্রণে টিকা প্রদান করা হয়।
তিনি আরও জানান, ক্যাম্পেইনে শতাধিক গরু ছাগল ভেড়াকে টিকাদান করা হয়েছে।
দ.ক.সিআর.২৫