মোঃ হারুন অর রশিদ: কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় জামালপুরের বকশীগঞ্জে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সালমা আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্নিসা আফরিনের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হােসেন। অনৃষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আলম শরীফ খান ।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, অতিরিক্ত উপ পরিচালক এ.এল,এম. রেজুয়ান, অতিরিক্ত কৃষি অফিসার ফারজানা রহমানসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক ও শিক্ষার্থীরা। মেলায় ১৬টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে পারিবারিক পুষ্টি বাগান, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন, শস্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, বিভিন্ন জাতের বৃক্ষের চারা, নিরাপদ ফসল উৎপাদন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, বস্তা পদ্ধতিতে সবজি চাষ, আধুনিক চাষাবাদ প্রযুক্তি, উচ্চ মূল্যের ফসল, মালচিং পদ্ধতিতে সবজি চাষ এবং কৃষি তথ্য ও পরামর্শ কেন্দ্র। উল্লেখ্য, এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
দ,.ক.সিআর.২৫