
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, বিপ্লবী ছাত্রনেতা মোঃ মারুফ মিয়া দেওরগাছ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনা হচ্ছে। এলাকাবাসীর মুখে মুখে এখন তার প্রার্থিতার গুঞ্জন শোনা যাচ্ছে।
ছাত্রদলনেতা মারুফ মিয়া অতীতে কোন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেননি। দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড এবং মানবিক সেবার কারণে ইউনিয়নের সকল স্তরের মানুষের কাছে তিনি এখন পরিচিত এক মুখ।
এবারের দুর্গাপূজা উপলক্ষে ওই ছাত্রনেতা শহস্রাধিক চা শ্রমিকদের মাঝে শাড়ি বিতরণ করেন। পূজার আগেই নতুন কাপড় পেয়ে প্রাণভরে আশীর্বাদ করছেন তারা তাকে। নতুন পোষাক হাতে পেয়ে বিমোহিত হয়ে পূজার আগেই আনন্দের হাসি নিয়ে ঘরে ফিরেন চা বাগানের শ্রমিকরা।
এব্যপারে মারুফ জানান,কিছু শাড়ি নিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম। যাতে চা শ্রমিকরা একটু হলেও আনন্দ পায়। সামর্থ অনুযায়ী আমরা গিয়েছি, এবং আশা করছিলাম অন্যরাও ওই সুবিধা বঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়াবে।
এছাড়া আরও চাঞ্চল্য তৈরি হয় যখন দেওরগাছ ইউনিয়নের আমতলি বাজারের এক চা দোকানদার বিএনপি সমর্থক হওয়ায় তার দোকানের নষ্ট টিভির দুঃখ শুনে নতুন ৪৪ ইঞ্চি বিশাল এক টিভি নিয়ে হাজির হন এই মারুফ মিয়া।
স্থানীয়রা মনে করছেন, অভিজ্ঞ ও পরিশ্রমী এই ছাত্রনেতা যদি চেয়ারম্যান পদে দাঁড়ান, তবে তিনি হতে পারেন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। ইতোমধ্যেই এলাকায় তার সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
তবে আনুষ্ঠানিকভাবে তিনি এখনও প্রার্থিতার ঘোষণা দেননি। শিগগিরই এ বিষয়ে অবস্থান জানাবেন বলে প্রত্যাশা করছেন সমর্থকরা।
দ.ক.সিআর.২৫