মোঃ হারুন অর রশিদ: ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে এস আলম গ্রুপের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে জামালপুরের বকশীগঞ্জ মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুত অপসারণ ও মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিনিয়োগ গ্রাহক হাবিবুর রহমান, বকশীগঞ্জ বিআরডিবি চেয়ারম্যান গোলাম মর্তুজা,ব্যবসায়ী রাসেল মাহমুদ সহ অনেকেই। এছাড়া ইসলামী ব্যাংক সিবিএ এবং সচেতন ব্যাংকার সমাজও একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেয়।
বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে ৭ হাজার ২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে, যার মধ্যে ৪ হাজার ৫০০ জনই পটিয়া উপজেলার। এতে দেশের অন্যান্য জেলার প্রার্থীরা বঞ্চিত হয়েছেন এবং ব্যাংকের সেবার মান নষ্ট হয়েছে।
তাদের অভিযোগ, এসব নিয়োগপ্রাপ্তদের অনেকেই দক্ষতা ও পেশাদারিত্বে অযোগ্য, গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন, যা সার্বজনীন ব্যাংক সেবায় প্রতিবন্ধকতা তৈরি করছে।
উল্লেখ্য, অবৈধ নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা যাচাইয়ে ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ মাধ্যমে মূল্যায়ন পরীক্ষা আয়োজন করে ব্যাংক। কিন্তু ৫৩৮৫ জনের মধ্যে ৪৯৭১ জন পরীক্ষা দিতে অস্বীকার করেন। ফলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের ওএসডি ঘোষণা ও ৪০০ জনকে চাকরিচ্যুত করেছে।
বক্তারা বলেন, দেশের আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে এই অবৈধ নিয়োগ বাতিল করে সৎ ও যোগ্য প্রার্থীদের মেধা যাচাইয়ের মাধ্যমে নিয়োগ দিতে হবে
দ.ক.সিআর.২৫