
নাফিজ মাহমুদ: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল।
এক শোকবার্তায় বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, হাসিবুর রহমানের মৃত্যুতে ছাত্রদল একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দ.ক.সিআর.২৫