কালনেত্র প্রতিবেদন: র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান বলেছেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে আয়োজনের জন্য সারা দেশে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব।
ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে নিয়মিত টহল ও পরিদর্শন করছে র্যাবের টিম। সোমবার বিকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, চলমান দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব। এ বছর দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে র্যাবের পক্ষ থেকে যাবতীয় আয়োজন করা হয়েছে। র্যাবের টহল দল বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী তৎপর রয়েছে।
এছাড়া বিভিন্ন মণ্ডপে র্যাবের টহল দল নিয়মিত ভিজিট করছে।
র্যাবের কন্ট্রোল রুম ০১৭৭৭৭২০০২৯
দ.ক.সিআর.২৫