জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি: ষষ্ঠীর দিনে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী সহ লাখাই থানা পুলিশেে একটি টিম উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন, এসময় তিনি মন্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
তথ্য অনুযায়ী এবারে লাখাই উপজেলা জুড়ে মোট ৬৭টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পৃজা, বিগত বছরে ৬৪টি মন্ডবে অনুষ্ঠিত হয়েছিল দুর্গৎসব।
ওসি বন্দে আলীর সাথে আলাপ কালে জানান, “আমি পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছি। আমাদের পুলিশের নিবিড় নজরদারিতে রয়েছে প্রত্যেকটি মণ্ডপ, কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির কোনো সুযোগ নেই। ভক্তরা যাতে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে।
এদিকে, লাখাই উপজেলা পূজা মণ্ডপ কমিটির সভাপতি প্রানেশ গোস্বামী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতার কারণে মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা খুবই সন্তোষজনক।
তিনি আরও বলেন, “আমাদের প্রায় ৬০টি পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে এবং আগামীকালকের মধ্যে বাকি সাতটি মণ্ডপকেও সিসি ক্যামেরার আওতায় আনা হবে।”
দ.ক.সিআর.২৫