1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট  উপজেলা শাখার উদ্যোগে মোটিভেশনাল প্রোগ্রামে  প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ ইসলামীস্থায়ী পান্ডের মনোনীত প্রার্থীকে মোমবাতি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহ্বান জানান  ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব জননেতা অধ্যক্ষ স উ ম  আব্দুস সামাদ বলেন, ইসলামী ফ্র্ট ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা প্রতিষ্ঠা থেকে অদ্যাবধি পর্যন্ত দেশ, জাতি ও সুন্নীয়তের সুরক্ষায় কাজ করে যাচ্ছে। আমাদের কোন নেতা বা কর্মীর বিরুদ্ধে বালু চুরি  পাথর চুরিসহ কোন দুর্নীতির অভিযোগ নেই। বর্তমানে দেশের কিছু  রাজনৈতিক দল তাদের পকেট ভারি করার জন্য বিভিন্ন দুর্নীতিতে ঝাপিয়ে  পড়েছে। তারা দেশ ও জনগণের চিন্তা না করে। তারা  দেশকে বিদেশীর হাতে বিক্রি করার পায়াতারা করছে। তাই দেশ ও জনগণের সুরক্ষাতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কে মোমবাতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। গত কাল ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে উত্তর বাজার মদিনা ভবনে  বাংলাদেশের ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট  উপজেলা শাখা কর্তৃক  আয়োজিত মোটিভেশনাল প্রোগ্রাম এ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইসলামী ছাত্রসেনা উপজেলা সভাপতি হাফেজ শামসুল ইসলাম জাকির সভাপতিত্বে ও সহসভাপতি কে এম হাসান রেজা, সাধারণ সম্পাদক মোঃ জুনাইদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্র্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাওলানা শাহজালাল আহমদ আখঞ্জী, যুগ্ম মহাসচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা মতিউর রহমান হেলালী, আলহাজ্ব আব্দুল জাহির  মেম্বার,  আব্দুল ওয়াহেদ বাচ্চু, অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, সাংবাদিক এস এম সুলতান খান, উপজেলা ইসলামী ফ্রন্টের  সভাপতি মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল,মাওলানা মোঃ মোশাহিদুল ইসলাম,  কাউসার আহমদ রুবেল, শহ আলম, মামুনুর রশীদ ও আব্দুল্লাহ আল মামুন আখতারুজ্জামান তরফদার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান মরহুম মাওলানা  কাইয়ুম তরফদার এর কবর জিয়ারত করেন ইসলামী ফ্রন্টের মহাসচিব জননেতা স উ ম আব্দুস ছামাদ এবং এতিম ছেলে দের হাতে আতিক অনুদান তুলে দেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট