নাফিজ মাহমুদ হাওলাদার; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয়ভাবে সম্প্রতি বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। নবগঠিত এই কমিটিতে নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব এবং ফজলুল হক মাস্টারকে ১ম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল নেতৃবৃন্দ নবঘোষিত এই কমিটির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা বলেন, দীর্ঘদিন পর জেলায় নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম নতুন করে গতি পাবে। এ কমিটি বরগুনা জেলা বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করবে।
ছাত্রদল নেতৃবৃন্দ মনে করেন, আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন এবং যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টারের নেতৃত্বে বরগুনা জেলা বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এ কমিটি বরগুনা জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল নেতৃবৃন্দ আরও জানান, তাঁরা সবসময় নবগঠিত আহ্বায়ক কমিটির পাশে থেকে সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করবেন এবং আন্দোলন-সংগ্রামে সর্বাত্মক ভূমিকা রাখবেন।
দ.ক.সিআর.২৫