জাহাঙ্গির আলম, হবিগঞ্জ জেলার চুনারুঘাট সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫৫ বিজিবির টহল দল অভিযান চালিয়ে ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) গুইবিল বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৬৯/এম এর নিকট থেকে তাদের আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন: সমর কান্ত দাস (২৬), পিতা অবনী কান্ত দাস, গ্রাম-ভিলবকসাই, ডাকঘর-ধনপুর, থানা ও জেলা-কিশোরগঞ্জ। জহুর লাল দাস (৭১), পিতা মৃত শুক্র মণি দাস, গ্রাম-গোযানী, ডাকঘর-শ্রীহাইল, থানা-শাল্লা, জেলা-সুনামগঞ্জ। সত্যন্দ্র চন্দ্র দাস (৫৮), পিতা মৃত জীবন চন্দ্র দাস, গ্রাম-মামুদপুর, ডাকঘর-পাহাড়পুর, থানা-আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ। লক্ষী রানী দাস (৫২), স্বামী সত্যন্দ্র চন্দ্র দাস, গ্রাম-মামুদপুর, ডাকঘর-পাহাড়পুর, থানা-আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ। উতোমা কুমারী দাস (২২), পিতা সত্যন্দ্র চন্দ্র দাস, গ্রাম-মামুদপুর, ডাকঘর-পাহাড়পুর, থানা-আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ পারাপার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
দ.ক.সিআর.২৫