হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের ধান ব্যবসায়ী ক্ষিতীশ চন্দ্র দাসের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে সিলেটের জাফলং এলাকা থেকে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ক্ষিতীশ চন্দ্র দাস ব্যবসায়িক কাজে হবিগঞ্জ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো খোঁজ পাননি। অবশেষে গতকাল (১৬ সেপ্টেম্বর) সকালে জাফলং এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
মরদেহ উদ্ধারের বিষয়টি স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।
দ.ক.সিআর.২৫