1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিশান সোসাইটির এমডি বেলাল অর্থ আত্মাসাৎ মামলায় গ্রেফতার সাত মাসে দেশে ধর্ষণ বেড়েছে ৬৮ শতাংশ মানবাধিকার সংগঠনের প্রতিবেদন শব্দকথা’র কলেজ কমিটির মাসিক সাহিত্য আড্ডা ও কাব্যগ্রন্থের পাঠউন্মোচন গাজায় ক্ষুধা ও অনাহারে মৃত্যুর সাথে চলছে হত্যাযজ্ঞ, নিহত বেড়ে ৬৪ হাজার ৩৬৮ রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো অসম্ভব: পরিবেশ উপদেষ্টা লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা করলো পুলিশ নিশানে বকেয়া টাকা ফেরত পেতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ হবিগঞ্জে বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ কলেজে ভর্তি শুরু, সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, বাংলাদেশ সময় যখন শুরু হবে

সাত মাসে দেশে ধর্ষণ বেড়েছে ৬৮ শতাংশ মানবাধিকার সংগঠনের প্রতিবেদন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

ডেস্ক রিপোর্ট: দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা কমছে না, বরং আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ধর্ষণের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ৬৮ দশমিক ৫ শতাংশ।

একই সময়ে শিশুর প্রতি সহিংসতার হার বেড়েছে ৩৮ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা কেবল পরিসংখ্যানের বিষয় নয়, বরং সামাজিক নিরাপত্তা ও মানবাধিকারের জন্য বড় ধরনের হুমকি।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, এ বছর সাত মাসে ধর্ষণের শিকার হয়েছে ৪৯২ জন নারী ও শিশু, যেখানে গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ২৯২ জন। শিশুর প্রতি সহিংসতা বেড়ে দাঁড়িয়েছে ৬৪০ জনে, যা গত বছর ছিল ৪৬৩ জন। একই সময়ে পারিবারিক সহিংসতার ঘটনাও বেড়েছে প্রায় ১৬ শতাংশ।

বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদনেও একই চিত্র পাওয়া গেছে। তাদের তথ্য অনুযায়ী, এ বছর ধর্ষণের শিকার হয়েছে ৪০৫ জন, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ১১৭ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৫ জনকে। গত বছর এ সংখ্যা ছিল যথাক্রমে ২৫৩, ১০৫ এবং ১৮।

সবচেয়ে উদ্বেগজনক চিত্র দিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংস্থাটির তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে ৫০২ জন নারী ও শিশু, যার মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ১৩৩ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৭ জনকে, আর ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২০৯ জনকে।

বিশেষজ্ঞরা মনে করছেন, অপরাধীদের শাস্তি না পাওয়া, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতা এবং স্থানীয় সরকারের দুর্বল ভূমিকার কারণে এ ধরনের অপরাধ থামছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ বলেন, “পুলিশি ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। জুলাই আন্দোলনের পর নারীর স্বাধীনতা ও চলাচল নিয়ে যে নেতিবাচক বয়ান তৈরি হয়েছে, সেটি ধর্ষকদের এক ধরনের উৎসাহ দিয়েছে।”

মানবাধিকার কর্মীরা বলছেন, দেশে নারীর প্রতি বিদ্বেষমূলক মনোভাব এবং অপরাধীদের দায়মুক্তিই সহিংসতা বৃদ্ধির মূল কারণ। তারা মনে করেন, কার্যকর আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং সামাজিক সচেতনতা ছাড়া এই প্রবণতা থামানো সম্ভব নয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট