শেখ শোভন আহমেদ: গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে উপজেলা ছাত্র, যুব ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করে।
আজ ৩রা সেপ্টেম্বর বিকাল পাঁচটায় দূর দূরান্ত থেকে স্থানীয় নেতা কর্মীরা মিছিলে অংশ নিতে ছুটে আসেন এবং জড়ো হন উপজেলা শহীদ মিনারের সামনে।
এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক- মো ইমরান নাজির, যুগ্ম আহ্বায়ক- রবিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক- মো ফারুক তালুকদার, যুগ্ম আহ্বায়ক- মো ফাহাদ খান
সদস্য সচিব মো ইয়াসিন কাজি এবং আরও স্থানীয় নেতা কর্মীরা।
মিছিলটি শহরের শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হয়ে স্বর্ণ পট্টি ঘুরে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হয়। এসময় নেতা কর্মীরা বিভিন্ন সন্ত্রাসী হামলা ও দেশের পরিস্থিতি সম্পর্কে অসন্তুষ্টি জানাই। প্রতিবাদ বক্তব্যের এক পর্যায়ে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত সকলেই সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সুস্থতা কামনা করেন।
দ.ক.সিআর.২৫