1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

গাজীপুরে ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক, ক্ষোভ ও মানববন্ধন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিকে ঘিরে তীব্র সমালোচনার ঝড় বইছে। ত্যাগী ও পরিশ্রমী নেতাদের মূল্যায়ন না করে ফ্যাসিস্ট ছাত্রলীগ নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পদে বসানোয় সাধারণ নেতাকর্মীরা ক্ষুব্ধ।

অদ্য সকাল ১১ ঘটিকার সময় মানববন্ধনে তারা অভিযোগ করেন, কমিটির সভাপতি হিসেবে যাকে রাখা হয়েছে, মো: ফারহান শাকিল মিয়া সরাসরি ছাত্রলীগের সাবেক কর্মী, সালমান আব্দুল্লাহ খান সিনিয়র সহসভাপতি, রিফাত জমাদার সহসভাপতি ও অছাত্র, সহসভাপতি সাকিব মজুমদার ছাত্রলীগের কর্মী ও জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারী, মনির হোসেন সহসভাপতি ছাত্রলীগের কর্মী, মো: রাজিব হাসান সহসভাপতি ও অছাত্র, মো: আকাশ মিয়া যুগ্ম-সাধারণ সম্পাদক যিনি অছাত্র, আরমান মিয়া যুগ্ম-সাধারণ সম্পাদক ছাত্রলীগের কর্মী, ফাহিম মিয়া সহ সাধারণ সম্পাদক ছাত্রলীগের কর্মী ও ওয়াজিদ খান প্রচার সম্পাদক ছাত্রলীগের কর্মী। এছাড়া সাধারণ সম্পাদক তুহিন মিয়া দশম শ্রেণির ছাত্র, সারোয়ার তালুকদার অপু সহসাধারণ সম্পাদক নবম শ্রেণির ছাত্র, নিজাম উদ্দিন যুগ্ম-সাধারণ সম্পাদক নবম শ্রেণির ছাত্র, রাহিব চৌধুরী ঈশান যুগ্ম-সাধারণ সম্পাদক নবম শ্রেণির ছাত্র! এই কোমলমতি শিশুদের দিয়ে কমিটি করায় ক্ষোভ আরও চরমে পৌঁছেছে।

কেউ কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ চেয়ে বলেন, “আমি মনে করি এই কমিটি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। ছাত্রলীগ দিয়ে ছাত্রদল এর কমিটি মানি না মনবো না! স্বৈরাচারী খুনি হাসিনার দোসরদের দিয়ে গাজীপুর হাইস্কুল ও গাজীপুরবাসী প্রত্যাখ্যান করেছে। আমরা এই কমিটি বাতিল চাই।

বিতর্কিত এই কমিটিকে ঘিরে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও বিভক্তি দেখা দিয়েছে। অনেকেই বলছেন, ত্যাগী ও মাঠের কর্মীদের বঞ্চিত করে ছাত্রলীগের পরিচিত কর্মীদের দিয়ে কমিটি সাজানো হয়েছে—যা ছাত্রদলের মূল আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।

স্থানীয় নেতারা দাবি করছেন, দ্রুত তদন্ত সাপেক্ষে বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগী ও নিষ্ঠাবান ছাত্রনেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করা না হলে সংগঠনের মধ্যে বিরূপ প্রভাব পড়বে এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ আরও বাড়বে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট