ফজলুর রহৃান রিয়াদ: দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি অপপ্রচার ও কুৎসার শিকার হয়েছে বিএনপি। এমন কোনো অপপ্রচার নেই, যা বিএনপিকে নিয়ে করা হয়নি। এখনো বিএনপি প্রতিনিয়ত অপপ্রচার ও অপ-তথ্যের শিকার হচ্ছে।
প্রতিষ্ঠার পরপরই প্রতিপক্ষের বিষাক্ত সমালোচনা ধেয়ে আসতে শুরু করে দলটির উপর। শুরুর দিকে বলা হতো বিএনপি সামরিক ছাউনিতে তৈরি হওয়া একটি দল। গণতান্ত্রিক নয়।
এখন বলা হচ্ছে বিএনপি চাঁদাবাজদের দল। অথচ দেশের সবচেয়ে বেশি গণতান্ত্রিক দল বিএনপি। তিনবার দেশ শাসনের সময় কমবেশি গণতান্ত্রিক আচরণ করেছে। কখনোই স্বৈরাচার বা ফ্যাসিবাদের হাত মেলায়নি। গণবান্ধব, গণমুখী কর্মসূচি সবচেয়ে বেশি দেখা যায় বিএনপির কার্যক্রমেই।
শিল্প ও কৃষির উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সংস্কৃতির উন্নয়ন, ক্রীড়াক্ষেত্রে অবদান—কোথায় নেই বিএনপির পরিকল্পনা ও কর্মসূচির ছোঁয়া?
সামগ্রিকভাবে দেশের উন্নয়নের ভিত গড়ে দিয়েছিল মহান এই বিএনপি দলটি। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানাই।
মো: ফজলুর রহমান রিয়াদ
ছাত্র ও ছাত্রদল নেতা, বিএনপি
দ.ক.সিআর.২৫