মো: সেকেন্দার আলী লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বাড়ির পাশের একটি পুকুর থেকে বছির উদ্দিন (১০০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার কচাকাটা থানার শিঙ্গিমারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের প্রথম পক্ষের সন্তানদের অভিযোগ- বছির উদ্দিনকে পরিকল্পিতভাবে পানিতে ফেলে হত্যা করেছে দ্বিতীয় পক্ষের সন্তানরা। তবে দ্বিতীয় পক্ষের দাবি, পুকুরে গরুকে গোসল করাতে গিয়ে দুর্ঘটনাবশত তিনি পানিতে পড়ে মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ২.১১ একর জমি দ্বিতীয় পক্ষের দুই সন্তানের নামে লিখে দেন বৃদ্ধ বছির উদ্দিন। এরপর থেকেই প্রথম ও দ্বিতীয় পক্ষের সন্তানদের মধ্যে বিরোধ চলছিল। মৃত্যুর আগে তিনি দ্বিতীয় পক্ষের বাড়িতেই বসবাস করছিলেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দ.ক.সিআর.২৫