জামাল হোসেন লিটন, চুনারুঘাট:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার বৃহস্হপ্রতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এই সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বইছে।
অভিন্ন মেধা, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। দেশ ও জাতির সেবায় তাঁর এই অসামান্য অবদানকে স্বীকৃতি স্বরূপ সরকার তাঁকে সচিব পদে পদোন্নতি প্রদান করেছে।
এ পদোন্নতিতে এলাকায় গর্ব ও আনন্দের ছোঁয়া লেগেছে। সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষও তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
আব্দুর রহমান তরফদার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিবেদিত থেকে কাজ করে যাবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন চুনারুঘাটবাসী।
দ.ক.সিআর.২৫