চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলা বিএনপির নতুন কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
আজ বিকেলে উপজেলা সদরে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি নেতা শামছুল হক তালুকদার, শফিকুর রহমান জামাল, প্রিন্সিপাল আব্দুর রব, লাল মিয়া মেম্বার, হোসাইন রুবেল, সৈয়দ তোফাজ্জল, আজাদ তালুকদার, মারুফ আহমেদ, শাহ প্রান্তসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় তারা অভিযোগ করেন, বিগত ১৫ বছর দলের নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা বিএনপির একটি “পকেট কমিটি” ঘোষণা করা হয়েছে।
দ.ক.সিআর.২৫