কালনেত্র ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ইসলামী ছাত্রশিবিরের জুলাই গণ-অভ্যুত্থানের প্রদর্শনীতে একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি রাখার ঘটনায় ঘৃণা মিছিল করেছে বামপন্থী সংগঠনগুলো। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ মিছিল হয়।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে টিএসসিতে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা ‘৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করে। প্রদর্শনীতে দণ্ডিত যুদ্ধাপরাধীদের রাখা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় প্রদর্শনী থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে প্রদর্শনীতে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি রাখার প্রতিবাদে টিএসসির মূল ফটকে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন বাম ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা ‘২৪-এর বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘৭১ হারে নাই, হেরে গেছে স্বৈরাচার’, ‘তোরা যারা রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
পরে রাত নয়টার দিকে বাম সংগঠনগুলোর নেতা-কর্মীরা টিএসসি থেকে ‘রাজাকার-স্বৈরাচারের প্রতি ঘৃণা মিছিল’ বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে ক্রিয়াশীল সংগঠনগুলোর পক্ষ থেকে প্রক্টরের কাছে চার দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো তাৎক্ষণিক যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে নিয়ে আয়োজনটি বন্ধ করতে হবে; এমন কর্মকাণ্ডের জন্য ছাত্রশিবিরকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে; পরবর্তী সময়ে এমন কর্মকাণ্ড যেন না ঘটে, তার নিশ্চয়তা প্রদান করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে এমন ন্যক্কারজনক ঘটনা কীভাবে ঘটেছে তার ব্যাখ্যা দিতে হবে এবং ক্ষমা চাইতে হবে।
টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্ষোভের মুখে টিএসসিতে শিবিরের প্রদর্শনী থেকে সরানো হলো দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি।
দ.ক.সিআট.২৫