কালনেত্র ডেস্ক:
জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। পাশপাশি কথা রাখায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদও জানিয়েছে দলটি।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার ইসিতে চিঠি দেয়ার ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে দ্যোদুলতা কেটে যাবে। এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কোনও অনিশ্চয়তা থাকবে না। এ সময় আগামী দিনে নির্বাচনের পরিবেশের জন্য প্রধান উপদেষ্টার পরামর্শ মানতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
পাশাপাশি ঐক্যমতের ভিত্তিতে খুব শিগগিরই জুলাই সনদ স্বাক্ষরিত হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
এদিকে, আজকের ভাষণে ছাব্বিশের ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন আয়োজনের কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।
এর আগে, মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দ.ক.সিআর.২৫