নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মো. সোয়েব মিয়া (২৫) নামের এক দিনমজুর আত্মহত্যা করেছেন। রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত সোয়েব উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা গ্রামের বাসিন্দা মো. জয়নাল মিয়ার ছেলে।’
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ বিকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. সোয়েব মিয়া দিনমজুর হিসেবে বিভিন্ন কারখানায় কাজ করতেন। কিন্তু গত ছয়-সাত মাস ধরে তার কোনো কাজ ছিল না। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা ধারণা করছেন, হতাশা ও অভাব অনটনের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
নিহতের বাবা মো. জয়নাল মিয়া জানান, ছেলের আত্মহত্যার পেছনে কী কারণ ছিল, তা তারা বুঝে উঠতে পারছেন না।’
স্থানীয় ইউপি সদস্য মহসিন মিয়া বলেন, ‘সোয়েব খুব সাধারণ মানুষ ছিল। সে কী কষ্ট নিয়ে আত্মহত্যা করেছে, তা আমাদের জানা নেই।
মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ‘ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কেউ প্ররোচণা দিয়ে আত্মহত্যায় বাধ্য করেছে কিনা, সে বিষয়েও তদন্ত চলছে।
দ.ক.সিআর.২৫