➖
মতিউর রহমান, শিক্ষক: প্রতি বছর ১ আগস্ট এ দিবস পালিত হয়। এটি বিশ্ব স্কাউট আন্দোলনের একটি ঐতিহাসিক ও গর্বময় দিন।
১৯০৭ সালের এই দিনে লর্ড ব্যাডেন পাওয়েল ব্রাউনসি দ্বীপে প্রথম স্কাউট ক্যাম্প শুরু করেছিলেন, সেই ঘটনাকে স্মরণ করেই এই দিনটি “স্কার্ফ দিবস” হিসেবে পালন করা হয়।
এই দিনে স্কাউটরা গলায় স্কার্ফ পরে গুরুত্বপূর্ণ বার্তা দেন, “আমি প্রস্তুত, আমি দায়িত্বশীল, আমি সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।”
হেপি স্কাউটিং… কালিশিরি জুনিয়র স্কুল এর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। এগিয়ে যাক বিশ্ব স্কাউটস, এগিয়ে যাক বাংলাদেশ স্কাউটস।
দ.ক.সিআর.২৫