হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ব্যাক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে স্থানীয় দুই দালাল পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৫ টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই জনকে আটক করেন।
ধৃত ব্যাক্তিরা হলো, ঢাকা জেলার দক্ষিণ খান থানার উত্তর পাড়া ফায়জাবাদ মাদ্রাসা এলাকার মো: মনির উদ্দিন এর পুত্র মো: জহিরুল ইসলাম ও লক্ষীপুর জেলার সদর উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের হুমায়ুন কবির এর পুত্র মো: ফাহিম (২২)।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল মমিন এর পুত্র মো: শিপন মিয়া(২২) ও কামাল মিয়ার পুত্র মোঃ হৃদয় (২০) পালিয়ে যায়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জাব্বার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু পূর্বক ধৃত আসামিদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।